
ভারতে হিন্দু পুরোহিত রামগীরি মহারাজ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রদান ও বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানে কর্তৃক সমর্থনের প্রতি নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
৩ অক্টোবর, বৃহস্পতিবার সকালে ফৌজদারি মোড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজে সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ভারতে হিন্দু পুরোহিত রামগীরি মহারাজ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রদান ও বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানে কর্তৃক সমর্থনের প্রতি নিন্দা অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবার্তা/ওসমান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]