বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর্থিক সহায়তা পেল শেরপুরের ২১ শিক্ষার্থী
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১৮:০৮
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর্থিক সহায়তা পেল শেরপুরের ২১ শিক্ষার্থী
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় শেরপুরের ২১ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য আর্থিক সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ডপস (ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি)।


৩ অক্টোবর, বৃহস্পতিবার শেরপুর শহরে ডপস মেস-১ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশিদ।


অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত ২৫ জন, একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ৪০ জন এবং উপজেলা পর্যায়ে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত ৭০ জন ডপস সদস্যকে শিক্ষা সহায়ক উপকরণ প্রদান করা হয়।


অনুষ্ঠানে ডপস প্রতিষ্ঠাতা শাহীন মিয়া বিএসপি এর পরিচালনায় বক্তব্য রাখেন সাহিত্যিক হাসান শরফত, ডপস এর সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব.), ডা. সুজন মিয়া, ডপসের সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা, সিনিয়র সদস্য আব্দুল হাকিমসহ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সদস্যরা।


সংগঠনটি দীর্ঘদিন থেকে শেরপুরের প্রান্তিক মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করে স্কুল এবং কলেজমুখী করছে। সেই সাথে শিক্ষার্থীদের নানারকম শিক্ষা সহায়তা প্রদান ও উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।


বিবার্তা/মনির/এনএইচ/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com