
নওগাঁর আত্রাইয়ে বসতবাড়ির চর্তুদিকে পাটকাঠির বোঝা বেঁধে আগুন ধরে দিয়ে সপরিবার হত্যা চেষ্টার অভিযোগ ওঠেছে। আগুন দেয়ার আগে বাড়ির দরজার বাহিরে শিকল তুলে দেয় দুবৃত্তরা। আগুনে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
২ অক্টোবর, বুধবার গভীর রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চৌড়বাড়ী গ্রামের মৃত শহর আলীর ছেলে শাহাজাহান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
শাহাজাহান আলী জানান, বুধবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। গভীররাতে কে বা কারা বসতবাড়ির চর্তুর দিকে টিনের চালার সাথে প্রায় ৮/৯টি স্থানে পাটকাঠির বোঝা বেঁধে ঝুলিয়ে দিয়ে আগুন ধরে দেয়। তিনি জানান,আগুন দেয়ার আগে দুর্বৃত্তরা বাড়ীর দরজার বাহীর থেকে ছিকল আটকিয়ে দেয়। পরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশির লোকজন এসে বাড়ীর দরজার শিকল খুলে দেয়। এসময় গ্রামবাসীর সহায়তায় আগুন নেভানো হয়। তার পরেও রান্নাঘরসহ প্রায় অর্ধলক্ষ টাকার আসবাবপত্র পুড়ে যায়। তিনি দাবি করেন, আমাদেরকে সপরিবার হত্যা করতেই এমন পরিকল্পিতভাবে বাড়ির দরজার বাহিরে থেকে শিকল আটকে দিয়ে আগুন দিয়েছে।
তিনি আরো জানান, প্রতিবেশীদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। এছাড়া আর কারো সাথে কোন বিরোধ নেই। জায়গা জমির বিরোধের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন শাহাজাহান আলী। তবে ঘটনার সাথে যেই জড়িত থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবদ্দীন বলেন, খরব পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/সাহাজুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]