
পিরোজপুরের কাউখালীতে সুপারি গাছ থেকে পড়ে ইসমাইল হোসেন (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু ঘটেছে।
বুধবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার আসপর্দ্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ইসমাইল হোসেন ওই গ্রামের মো. ইব্রাহিম হোসেনের ছেলে ও স্থানীয় আসপর্দ্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
ইসমাইলের পারিবারিক সূত্র জানায়, দুপুরে স্কুল থেকে এসে বাড়ির পাশে একটি সুপারি গাছে ওঠে ইসমাইল। সুপারি গাছ বৃষ্টিতে ভেজা থাকায় গাছে উঠতে গিয়ে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে সে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. দ্বীপ্ত কুন্ডু জানান, হাসপাতালে আসার আগেই ইসমাইলের মৃত্যু হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিবার্তা/রবিন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]