ফরিদপুর, বোয়ালমারীতে আওয়ামী নেতা-কর্মীদের বিএনপিতে অনুপ্রবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
১ অক্টোবর, মঙ্গলবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বোয়ালমারী পৌর সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এক প্রতিবাদী পথসভায় মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে বিএনপির মূলধারার হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। বৃষ্টি ও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বিকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতা কর্মীরা ওয়াপদা মোড়স্থ হারুন শপিং কমপ্লেক্সে অবস্থিত উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন। পরে বিকাল ৫টার দিকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে।
মিছিল শেষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মিনহাজুর রহমান লিপনের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন- বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, সাবেক কাউন্সিলর মো. ফরিদ আহমেদ, বিএনপি নেতা মিলু মিয়া, এনায়েত হোসেন মেম্বার, সাবেক ছাত্রদল নেতা রোকনুজ্জামান মিয়া বকুল, বিএনপি নেতা মো. কামাল হোসেন, গুনবহা ইউপি সদস্য নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম রসূল বিশ্বাস, যুবদল নেতা আলম শেখ, দুখু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান সজিব, ছাত্রদলের সাবেক আহ্বায়ক হোসেন সালেহ্ রুবেল, জাসাস সভাপতি শাহিন আনোয়ার, ছাত্রদলের সভাপতি মাহফুজ মিয়া, ছাত্রদল নেতা জাকারিয়া মোল্যা সুমন প্রমুখ।
বিবার্তা/মিলু/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]