
সুনামগঞ্জের ধর্মপাশায় ভিমরুলের কামড়ে আরিয়ান নামে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১ অক্টোবর, মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরিয়ান উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের অটোরিকশা চালক রতন মিয়ার ছেলে ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিয়ানের বাড়ির পাশে একটি আম গাছে ভিমরুলের চাক আছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় ছেলেরা ভিমরুলের চাকে ঢিল ছুড়ে। আরিয়ান গাছের নিচ দিয়ে গেলে ভিমরুলের কামড়ে আক্রান্ত হয়।পরে তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে ওইদিনই বাড়িতে নিয়ে আসা হয় তাকে। এরপর মঙ্গলবার (১ অক্টোবর) সকালে আরিয়ান বমি করতে থাকে এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সকাল ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
সেলবরষ ইউনিয়নের পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহীনুর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিবার্তা/শহীদুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]