গৌরীপুরে
প্রতিমা ভাঙচুরে ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৫
প্রতিমা ভাঙচুরে ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুরে পৌর শহরের গোবিন্দ জিওর মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


৩০ সেপ্টেম্বর, সোমবার গৌরীপুরে প্রতিমা ভাঙচুরে ঘটনা তদন্তে যান তারা।


এসময় জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম, উপ-পরিচালক সুস্মিতা পাইক, সহকারী পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. মোজাফফর হোসেন দুর্গা পূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা তদন্তে মন্দির এলাকায় পরিদর্শন করেন।


জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গৌরীপুরের দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন তদন্তে এসেছে। আগামী ১০ কর্মদিবসে তদন্ত রির্পোট জমা দিবেন।


এ সময় উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, অফিসার্স ইনচার্জে মির্জা মাজহারুল আনোয়ার, পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস প্রমুখ।


উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর ভোরবেলায় পৌর শহরের গোবিন্দবাড়ি জিওর মন্দিরে শারদীয় দুর্গোৎসবের দুর্গা প্রতিমা ভাঙচুর করে। এ ঘটনায় গৌরীপুর থানা পুলিশ এ ঘটনা এক দুর্বৃত্তকে আটক করে জেলহাজতে প্রেরণ করে।


বিবার্তা/হুমায়ুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com