৬ মাসেও ফলাফল না দেওয়ায় বাকৃবি’র করিম ভবনে তালা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৬
৬ মাসেও ফলাফল না দেওয়ায় বাকৃবি’র করিম ভবনে তালা
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পরীক্ষা দেওয়ার ৬ মাস পার হয়ে গেলেও ফলাফল দিতে পারেনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর কৃষি রসায়ন বিভাগ। ক্ষুব্ধ হয়ে প্রথমে বিভাগীয় প্রধানকে অবরুদ্ধ করেন ওই বিভাগের স্নাতকোত্তর থিসিস সেমিস্টারের শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের অভিযোগ, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরীর খাতা না জমা দেওয়ার কারণে ফলাফল আটকে রয়েছে। এছাড়াও পরে শিক্ষার্থীরা করিম ভবনে (যে ভবনে রসায়ন বিভাগ) তালা দিয়ে দেন।


রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা করিম ভবনে তালা দেন। এতে বিপাকে পরেন অন্য শিক্ষার্থীরা। দুপুর ২টায় ভেটেরিনারি অনুষদের ৫ম বর্ষে শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এসময় পরীক্ষার্থীদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।


শিক্ষার্থীরা জানান, মার্চের ২৪ তারিখে আমাদের পরীক্ষা শেষ হয়েছে। এদিকে অক্টোবরের ৭ তারিখ আমাদের থিসিসের জন্যে ফর্ম পূরণের নোটিশ দিয়েছে। কিন্তু ফলাফল ছাড়া ফর্ম পূরণ করা যাবে না। ড. মো. আখতার হোসেন চৌধুরী আমাদের দুটি কোর্সের শিক্ষক ছিলেন। তার সেই দুটি কোর্সের খাতা জমা না দেওয়ায় ফলাফল দিতে দেরি হচ্ছে। তিনি কোনো নিয়মের তোয়াক্কা করেন না। এমনি এখন তিনি অনলাইনে ক্লাস নিচ্ছেন। আমরা আজকেই ফলাফল চাই।


কৃষি রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মৌসুমী আকতার বলেন, তাকে বিভাগ থেকে ৩ বার নোটিশ দিয়ে খাতা চাওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তিনি জমা দেননি। সর্বশেষ ৩ সেপ্টেম্বর তাকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি খাতা জমা দিলেই আমরা ফলাফল প্রকাশ করতে পারব।


এ বিষয়ে কথা বলার জন্যে অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।


উপাচার্যের আশ্বাসে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ২টার আগেই তালা খুলে দেয়। পরে কৃষি রসায়ন বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষার্থী এবং বিভাগের শিক্ষকদের সাথে আলোচনা শেষে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমি দ্রুত ফলাফল চাই। এজন্যে আগামী ১ অক্টোবর দুপুর ১২টার মধ্যে বিভাগীয় প্রধানের কাছে খাতা জমা দিতে হবে এবং ২ তারিখ ফলাফল দিতে হবে। এর ব্যতিক্রম হলে আমি প্রশাসনিকভাবে ব্যবস্থা নিব।


বিবার্তা/আমানুল্লা/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com