ময়মনসিংহের
গৌরীপুরে গোবিন্দবাড়ি প্রতিমা ভাঙচুর, যুবক আটক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৮
গৌরীপুরে গোবিন্দবাড়ি প্রতিমা ভাঙচুর, যুবক আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।


২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার গোবিন্দ জিওর মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানান গৌরীপুর থানার ওসি মির্জা মাযহারুল আনোয়ার।


আটক ইয়াসিন মিয়া (৩০) উপজেলার গজন্দর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে দাবি পুলিশের।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপূজায় গোবিন্দ জিওর মন্দিরে মূল কীর্তন হয়। এ মন্দিরের জন্য প্রতিমা বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রতিমায় রঙের কাজ চলছে। ভোর ৪টার দিকে ইয়াসিন প্রথমে তিনটি প্রতিমা ভাঙচুর করেন। পরে একটি প্রতিমা কাঁধে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।


জানা গেছে, রাত ৩.৩০ মিনিটে প্রতিবেশী মহিলা ডলি রানী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠলে বাহিরে গেলে দেখতে পায় কে যেন প্রতিমা ভাঙচুর করছে। প্রতিমা ভাঙচুর করছে এমন চিৎকার শুরু করলে গবিন্দ ঘর থেকে বাহিরে এসে দেখে একটি ছেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তার পিছনে দৌড়ে গোবিন্দ তাকে ঝাপটে ধরে মন্দির আঙ্গিনায় নিয়ে এসে তাকে বেঁধে রেখে রাতেই মন্দির কমিটির নেতৃবৃন্দকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন।


সকালে ঘটনাস্থল গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা, থানার অফিসার ইনচার্জ মির্জা মাজহারুল আনোয়ার, উপজেলা জামায়াতের আমির বদরুজ্জামান,বিএনপি নেতা আহাম্মদ তায়েবুর রহমান পরিদর্শদন করেন।


মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এষ বলেন, “আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে বসবাস করতে চাই। উপজেলার সবচেয়ে বড় পূজার জন্য তৈরি করা প্রতিমা ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। হামলাকারীর পেছনে যারা ইন্ধন দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে।”


মন্দির কমিটির সভাপতি রঞ্জিত সাহা বলেন, “দুর্গাপূজাকে সামনে রেখে একটি গোষ্ঠী মন্দিরে হামলা করে শান্তি শৃঙ্খলা বিনষ্টের পাঁয়তারা করছে। এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”


ওসি মির্জা মাজহারুলের দাবি, আটক যুবক মানসিক ভারসাম্যহীন। তার প্রতিবন্ধী কার্ড আছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/হুমায়ুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com