খুলেছে শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানা
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫
খুলেছে শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হাজিরা বোনাস বৃদ্ধিসহ শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়ে আজ খুলে দেয়া হয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানা।


তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত সব কারখানা নির্বিঘ্নে চলবে; মালিকপক্ষের এমন ঘোষণার সত্ত্বেও ১৪ টি কারখানা এখনো খোলেনি। কবে খুলবে সেটাও নিশ্চিত করে বলতে পারেননি কেউ। আর আজকের জন্য সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে পাঁচটি তৈরি পোশাক কারখানা।


বুধবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।


এদিকে অধিকাংশ কারখানা খুলে দেওয়া তৈরি পোশাক শ্রমিকদের পদচারণায় কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ায়। শ্রমঘন এলাকা ঘুরে দেখা গেছে সকাল থেকেই নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে ছুটছেন তৈরি পোশাক শ্রমিকরা।


আশুলিয়ার জামগড়া, জিরাবর, নিশ্চিন্তপুর, নরসিংহপুরসহ শিল্পাঞ্চলজুড়ে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি। দেশের পোশাকখাতে কয়েক সপ্তাহ ধরে চলে আসা শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষতে মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেয়ার ঘোষণা দেন মালিকপক্ষ। বৈঠক শেষে বুধবার থেকে দেশের সব শিল্পকারখানা খোলা রাখার ঘোষণাও দেওয়া হয়।


শিল্প পুলিশ বলছে, নানা সংকটে আগে থেকেই শিল্পাঞ্চলে ১৮৬৩টি তৈরি পোশাক কারখানার মধ্যে বন্ধ ছিলো ১৬৯টি কারখানা। এর সঙ্গে ১৯টি কারখানা যোগ করে রোজ গার্মেন্টস, ইউকোরিয়া অ্যাপারেলস, জেবারেশন নেক্সট, সিন সিন অ্যাপারেল, টেক্সট ম্যাক্স, মেহনাজ স্টাইল, রেডিয়ান্স গার্মেন্টসসহ বন্ধ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮টিতে।


শিল্প পুলিশ বলছে যে কোন ধরনের সহিংসতা এড়াতে শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথবাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্ম পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা।


বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, শ্রমিকদের দাবি-দাওয়া মেনে আমরা কারখানা খুলে দিয়েছি আশা করছি,পুরনো গতিতে আবারো ফিরবে শিল্পাঞ্চল আশুলিয়ার উৎপাদন কার্যক্রম।


বিবার্তা/বাশার/এসএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com