নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন লেফটেন্যান্ট নির্জন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৭
নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন লেফটেন্যান্ট নির্জন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকায় যৌথবাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের (২৩) দাফন সম্পন্ন হ‌য়ে‌ছে।


২৪ সে‌প্টেম্বর, মঙ্গলবার আসরের নামাজের পর টাঙ্গাইল সদর উপজেলার করের বেতকা গ্রামের বোয়ালী মাদরাসা মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।


এর আগে লেফটেন্যান্ট নির্জনের মরদেহে গার্ড অব অনার দেওয়া হয়। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।


বিকেল সাড়ে ৩টায় তরুণ এই সেনা কর্মকর্তার মরদেহ বহনকারী সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জেলা সদর হেলিপ্যাডে এসে অবতরণ করে। পরে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা নির্জনের মরদেহ গ্রহণ করেন। তার পরিবারের কয়েকজন সদস্য এ সময় উপস্থিত ছিলেন।


হেলিকপ্টার থেকে মরদেহ নামিয়ে ফ্রিজিং গাড়িতে তুলে সরাসরি নিয়ে যাওয়া হয় টাঙ্গাইল সদর উপজেলার করের বেতকায় নির্জনের নিজ গ্রামে। বাড়িতে মরদেহ পৌঁছার পর সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। ভাইকে হারিয়ে পাগলপ্রায় একমাত্র বোন সূচি। যারা নির্জনকে এভাবে হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সবাই।


নির্জনের মামা আশরাফ আলী খান জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় সেনাবাহিনী থেকে ফোন করে আমাদের জানানো হয়—নির্জন অসুস্থ, আপনারা চট্টগ্রাম আসেন। আমরা রওয়ানা হয়ে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত গেলে তারা আবার ফোন করে নির্জনের মৃত্যুর খবরটি জানায়।


ঘাটাইল এরিয়ার ১৯ পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল হুসাইন মোহাম্মদ মাসীহুর রহমান বলেন, নিহত তানজিম ছরোয়ার নির্জন খুব সাহসী ছিলেন। তার এই ঘটনায় দেশের আইন অনুসারে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।


এর আগে গতকাল রাত ৩টার দিকে সেনাবাহিনীর চকরিয়া ক্যাম্পে খবর আসে যে একটি ডাকাতির ঘটনা ঘটছে। খবর পেয়ে সেনাবাহিনীর তানজিমসহ সবাই ঘটনাস্থলে যান। ৪টার দিকে সেখানে ডাকাতেরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।


এ সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার ডাকাতদের ধাওয়া করেন। তখন ডাকাতেরা তাঁর ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন এবং তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সেনাবাহিনী থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল হতে ৩ জন ডাকাতকে আটকসহ একটি দেশীয় তৈরি বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ডাকাত সন্দেহে আরও ৩ জনকে আটক করেছেন তারা।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com