শারদীয় দুর্গাপূজা উপলক্ষে না‌জিরপু‌রে প্রস্তু‌তি সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪১
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে না‌জিরপু‌রে প্রস্তু‌তি সভা অনুষ্ঠিত
না‌জিরপুর (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

পি‌রোজপু‌র জেলার না‌জিরপু‌র উপ‌জেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তু‌তি সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।


২৪ সে‌প্টেম্বর, মঙ্গলবার বিকাল ৪টায় উপ‌জেলা প্রশাস‌নের আয়োজ‌নে সরকা‌রি টেক‌নিক‌্যাল স্কুল এন্ড ক‌লেজ হল রু‌মে এ প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।


উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌র অরূপ রতন সিংহ এর সভাপ‌তি‌ত্বে এবং শিক্ষক সাংবা‌দিক সঞ্জীব কুমার রা‌য়ের সঞ্চালনায় বক্তব‌্য রা‌খেন, বিএন‌পির উপ‌জেলা সদস‌্য সচীব আবু হাসান খান, বাংলা‌দেশ জামা‌য়েতের উপ‌জেলা আমির আব্দুর রাজ্জাক, সা‌বেক বিএন‌পির উপ‌জেলা সভাপ‌তি নজরুল ইসলাম খান, প্রেসক্লা‌বের সভাপ‌তি কে এম সাঈদ, সহকা‌রি ক‌মিশনার ভূ‌মি মো. মাছুম বিল্লাহ্, স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. ম‌শিউর রহমান, প্রা‌ণি সম্পদ কর্মকর্তা ডা. ত‌রিকুল ইসলাম,অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মো. শাহ্ আলম হাওলাদার, সেনাবাহী‌নির সি‌নিয়র ওয়া‌রেন্ট অ‌ফিসার মো. জয়নাল আবেদীন, উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হাওলাদার, সমাজ‌সেবা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান প্রমুখ।


বক্তরা তা‌দের পৃথক পৃথক বক্ত‌ব্যে ব‌লেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে উপ‌জেলার ১২৪ টি দূর্গা পূজ মণ্ডপসমূহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখ‌তে সবাই সহ‌যোগিতা কর‌বেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।


বিবার্তা/ম‌শিউর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com