
গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৪২ বোতল দেশি ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
২৩ সেপ্টেম্বর, সোমবার রাতে জেলা শহরের মিয়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের মিয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায় র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় ওই বাসার বিভিন্ন স্থান থেকে ১০ বোতল বিদেশি ও ৩২ বোতল দেশি (কেরু) মদ উদ্ধার করা হয়।
এসময় অবৈধ মদ রাখার দায়ে মাদক ব্যবসায়ী সোহাগ চৌধুরী ও মোহাম্মদ আলী চৌধুরীকে আটক করা হয়। পরে আসামি ও উদ্ধার করা মদ ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদের ব্যবসা করে আসছিল।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/সঞ্জয়/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]