বজ্রপাতে সিলেটে ৫ জনের মৃত্যু
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৩
বজ্রপাতে সিলেটে ৫ জনের মৃত্যু
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে।


২১ সেপ্টেম্বর, শনিবার তিন উপজেলায় আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।


এদিন বেলা ১টার দিকে জৈন্তাপুর সদর ইউনিয়নের আগফৌদ ও ভিত্রিখেল এলাকায় পৃথকভাবে দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই (৪৫)।


বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।


এদিকে জেলার কানাইঘাট উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কালা মিয়া (২৮)। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। অপরজন উপজেলার ধলইমাটি এলাকার বাসিন্দা নূর উদ্দিন (৬০)।


বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।


অপরদিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামে আরেক জনের মৃত্যু হয়েছে। উপজেলার ৪নং বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে সিরাজপুর চরপারা গ্রামে এই ঘটনা ঘটে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com