শ্রীমঙ্গলে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০০
শ্রীমঙ্গলে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


২০ সেপ্টেম্বর, শুক্রবার রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে ও এসআই মো. মাহবুবুল আলমসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জিআর-২৩২/১১, দায়রা-৩৫৩/১২ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সেলিম মিয়াকে গ্রেপ্তার করেন।


গ্রেপ্তারকৃত সেলিম মিয়া উপজেলার লামুয়া গ্রামের আফতাব মিয়ার ছেলে।


অপর অভিযানে এসআই মহিবুর রহমানসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার মাধবপাশা গ্রামের সাইদুর রহমানের বাড়ি থেকে শ্রীমঙ্গল থানার মামলা নং-০৬, তারিখ: ০৪/০৭/২০২৪ খ্রিঃ, ধারা: ১৪৩/৪৪৭/৩২৩/৩৫৪/৩২৫/৩৭৯/৫০৬(২)/৩০৭ পেনাল কোড এর পলাতক আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করেন।


গ্রেপ্তারকৃত রুবেল মিয়া উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের লাহাপুর-খিলগাঁও গ্রামের আলকাছ মিয়ার ছেলে।


শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/কাউছার/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com