আশুগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ ১ জন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
২১ সেপ্টেম্বর, শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মো. মহিউদ্দিন শেখ সঙ্গীয় ফোর্সসহ আশুগঞ্জ থানাধীন চরচারতলা সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার অনুমান ৩০ গজ পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে ৫০ কেজি গাঁজা ও ১টি সিঙ্গেল কেবিন টাটা পিকআপ জব্দসহ ১ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদককারবারি মো. আলম-মঈন, বাড়িউড়া, সদর ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু তাহের এর ছেলে।
পরবর্তী তার বিরুদ্ধে আশুগঞ্জ থানার এফআইআর নং-১৮, তারিখ- ২১ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-১৫৪, তারিখ- ২১ সেপ্টেম্বর, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ১৯ (গ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]