
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার ১৫০ কেজি ভারতীয় কফিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
২০ সেপ্টেম্বর, শুক্রবার ভোরে উপজেলার ধরখার থেকে তাদেরকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিমের নেতৃত্বে, এসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আখাউড়া থানার একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়।
আটকরা হলেন- কসবা উপজেলার হারিয়াবহ গ্রামের শামসু মিয়ার ছেলে কাউছার মিয়া (৪০), বড়টুবার কুদ্দুস মিয়ার ছেলে আবু কালাম (৪২), ধজনগর গ্রামের নুরু মিয়ার ছেলে সেলিম মিয়া (৫৫)।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, অভিযানে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে পাঠানো হবে।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]