ব্রাহ্মণবাড়িয়া অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
র্যাব-৯ মাদক বিরাধী অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর এলাকা থেকে সাড়ে ৪১ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-৯ এর একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর এলাকায় মাদক বিরাধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- কুমিল্লার শশীদল এলাকার বাসিন্দা মৃত তফদল হোসনের ছেলে মো. জাহের মিয়া (৪০)।
পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামী ও জব্দকত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/নিয়ামুল/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]