লক্ষ্মীপুরে বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা দিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌর এলাকার মজুপুর গ্রামে ডেউটিন ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়।
বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে ৩৫ ক্ষতিগ্রস্ত পরিবারকে বাসস্থান নির্মাণের জন্য ১৪০ বান্ডেল ঢেউটিন ও নগদ ৪ হাজার টাকা করে প্রদান করা হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত পরিবারকে ধানের চারা সহায়তা দেয়ার পাশাপাশি ফি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে সেনাবাহিনী।
এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লে: কর্ণেল মোহাম্মদ মাজিদুল হক রেজা। তিনি বলেন, প্রথম ধাপে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও বসতভিটে হারানো মানুষের মাঝে ধানের চারা, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের একদিনের বেতনের টাকায় এ সহায়তা প্রদান করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর সেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
বিবার্তা/সুমন/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]