পঞ্চগড়ে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০০
পঞ্চগড়ে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় শিক্ষা ভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা কর্মচারী কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে পঞ্চগড়ে আজ বুধবার কালোব্যাচ ধারণ, পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে ।


বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সমাজ এসব কর্মসূচির আয়োজন করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, হামলাকারীরা প্রকল্প থেকে টাকার বিনিময়ে রাজস্বতে এসেছে। আর আমরা মেধার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে এসেছি। কারও দয়ায় নয়। প্রকল্পের মাধ্যমে যারা উচ্চপদে অসীন হয়েছেন তাদেরকে হটাতে হবে। এরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করেছে । শিক্ষক-কর্মচারি নিয়োগের নামে এরা কালো টাকার পাহাড় গড়েছে। এরা দুর্নীতিগ্রস্ত। এদেরকে আইনের আওতায় আনতে হব। সেসিপের কালো হাত ভেঙ্গে দিতে হবে। সেসিপমুক্ত মাধ্যমিক শিক্ষা চাই ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান বক্তারা। তারা আরও জানান, আমরা শিক্ষাঙ্গনে শ্রেণিকক্ষেই থাকতে চাই। তবে বিসিএস পাশ করে যদি একজন সচিব হতে পারে। তবে একজন শিক্ষক কেন ডিজি হতে পারবে না প্রশ্নও করেন বক্তারা।


এসময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী, মো. ছায়ফুল্লাহ, সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, আবু তালেব, আবু সাঈদ, আফজাল হোসেন, ওবায়দুর রহমান সুমন, রশিদা বেগম, আশিকুর রহমান, খলিলুর রহমান বক্তব্য দেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শহিদুল ইসলাম। এসব কর্মসূচিতে দুটি সরকারি বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেয়। বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এ কর্মসূচিতে একাত্ততা প্রকাশ করেন।


বিবার্তা/বিপ্লব/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com