নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতার ইয়ার মোহাম্মদ ওরফে পারভেজ (৫০) চাষাঢ়া এলাকার আলী হোসেনের ছেলে।
সোমবার দিবাগত রাতে চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান র্যাব-১১-এর এএসপি সনদ বড়ুয়া।
১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার গ্রেফতার আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ হত্যা মামলায় চলতি সেপ্টেম্বর মাস আরও চার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার ও জামশেদ শেখ। এদের মধ্যে কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় ত্বকী। দুদিন নিখোঁজ থাকার পর ৮ মার্চ সকালে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]