শিরোনাম
রাজশাহীতে দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতা মেলা
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ১৫:৪১
রাজশাহীতে দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতা মেলা
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতা মেলা। শুক্রবার সকালে রাজশাহীর শাহমখদুম ডিগ্রি কলেজ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।


কবি ও লেখকদের সংগঠন ‘কবিকুঞ্জ’ পঞ্চমবারের মতো রাজশাহীতে এ মেলার আয়োজন করেছে। এতে দুই বাংলার প্রায় দেড়শ কবি-সাহিত্যিক যোগ দিয়েছেন। ‘নতুন তরঙ্গে রৌদ্রে বিপ্লবে মিলন সূর্যে রণ’ শীর্ষক এ মেলা শেষ হবে শনিবার।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এ সময় অন্যান্যের মধ্যে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, ভাষা সৈনিক আবুল হোসেন, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, কবি জুলফিকার মতিন, ওপার বাংলার প্রখ্যাত কবি সব্যসাচী দেব, কবি অমর মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।


দুপুরে অনুষ্ঠানের বিরতি দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়। বিকেল ৪টা থেকে আয়োজনের দ্বিতীয় অধিবেশনে কবিকণ্ঠে কবিতাপাঠ, রাজশাহী আবৃত্তি চর্চাকেন্দ্র ও স্বননের আবৃত্তি পরিবেশনা ও কবিদের মঞ্চ আড্ডা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার থাকবে কবিতা ভ্রমণ, বাউল গান, কবিদের কণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি ও কবিকুঞ্জ পদক প্রাপ্ত কবি মাকিদ হায়দারকে উত্তরীয়, ক্রেস্ট ও অর্থমূল্য প্রদান।


বিবার্তা/রিমন/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com