খুলেছে আশুলিয়া শিল্পাঞ্চলের কারখানা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫
খুলেছে আশুলিয়া শিল্পাঞ্চলের কারখানা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে নারী ও পুরুষ শ্রমিকরা দল বেধে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে।


কারখানা কর্তৃপক্ষ জানায়, সকালে শ্রমিকরা সব কারখানায় প্রবেশ করেছে। উৎপাদনও শুরু করেছে। এখন পর্যন্ত কোন কারখানায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


এদিকে, কারখানাগুলোর সামনে সেনাবাহিনী র‌্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছে। এদিকে গত কয়েকদিনের অস্থিরতায় বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা এখনো বন্ধ রয়েছে। কয়েকদিনের আন্দোলনে ও কারখানা বন্ধ থাকায় বায়ারদের শিপমেন্টর তৈরি পোশাক সময় মত দিতে না পারায় তাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।


এদিকে আশুলিয়ায় যৌথ বাহিনী রাতে অভিযান করে পোশাক শিল্পে অস্থিরতার অভিযোগে দুই জনকে আটক করেছে।


বিবার্তা/বাশার/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com