গোপালগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গোপালগঞ্জ শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পোষ্ট অফিস মোড় এলাকা থেকে র্যালিটি বের হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রওশন আর রন্তা’র নেতৃত্বে জেলার সকল উপজেলার মহিলা নেত্রী ও বিপুল সংখ্যক কর্মীদের সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা মহিলাদলের সভানেত্রী নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার অনুরোধ জানান।
বিবার্তা/শান্ত/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]