টাঙ্গাইলে ধর্ষণ মামলায় যুবককের যাবজ্জীবন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৮
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় যুবককের যাবজ্জীবন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


৯ সেপ্টেম্বর, সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. কাউসার আহমেদ এই দায় দেন। দণ্ডিত যুবকের নাম সাব্বির (৩২)। তিনি ধনবাড়ী উপজেলার সিংগাটার গ্রামের হাতেম আলীর ছেলে।


রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।


রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারি সরকারি কৌঁশুলী মোহাম্মদ আব্দুল কদ্দুস জানান, ২০১২ সালের ৮ সেপ্টেম্বর নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে দন্ডিত সাব্বির তাদের গ্রাম থেকে অপহরণ করেন। পরে ওই ছাত্রীর বাবা নিজে বাদি হয়ে দুইদিন পর ধনবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় সাত জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সোরহাব হোসেন ২০১২ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে দণ্ডিত সাব্বিরের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ আনা হয়।


এছাড়াও আরও পাঁচজনের বিরুদ্ধে সহায়তার অভিযোগ আনা হয়। মামলা চলাকালে আসামিরা জামিন পেয়ে পলাতক রয়েছে।


বিবার্তা/ইমরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com