খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকদের নিয়ে আয়োজিত সমাবেশে নিহতের স্মরণে শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ,চট্টগ্রাম সমন্বয়ক খান তালাব মোহাম্মদ রাফিসহ সমন্বয়ক একটি বড় টিম এতে অংশ নেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের মধ্যে স্থিতিশীলতা আসে, শাসক সব সময় স্থিতিশীলতাকে ভয় পায়। কারণ শাসক জানে, শাসক মনে করে, শাসক মনে করে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়।
জনগণ দেখিয়ে দিয়েছে আমাদের মধ্যে কোন বিভেদ নেই বলে মন্তব্য করেন তিনি দীর্ঘ সময় ধরে জনগণের পাশে থেকে সহায়তাসহ এগিয়ে যাওয়ার পথে নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এর আগে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ধস্তাধস্তি, হাতাহাতি, মারামারির এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ মঞ্চ ত্যাগ করেন।
পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর পুনরায় মতবিনিময় সভা শুরু হয়। এতে ছাত্র-নাগরিকদের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/আল-মামুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]