এক দফা দাবিতে ইতালিয়ান ভিসা প্রত্যাশীদের মানববন্ধন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৬
এক দফা দাবিতে ইতালিয়ান ভিসা প্রত্যাশীদের মানববন্ধন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভিসা প্রদান এবং পাসপোর্ট ফেরতের দাবিতে মানববন্ধন করছেন ইতালিয়ান ভিসা প্রত্যাশী ও প্রবাসীরা।


সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন পার্কে অবস্থান নেন তারা। এসময় অনতিবিলম্বে ভিসাসহ পাসপোর্ট ফেরত দেয়ার দাবি জানানো হয়।


মানববন্ধনকারীরা জানান, অনেকে আবেদন করেও এক বছর বা তার বেশি সময় পরও ভিসা পাচ্ছে না। ফলে তারা দেশেও কোন কাজ করতে পারছেন না। পরে আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধি ইতালি ভিসা সেন্টারে যান। সেখান থেকে সিদ্ধান্ত জানানোর পরে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলে জানান তারা।


এর আগে গত ১৮ আগস্ট পাসপোর্ট ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছেন ইতালি গমনেচ্ছু ব্যক্তিরা। সেদিন তারা জানান, কাজের অনুমতিপত্র থাকলেও ভিসা না পাওয়ায় ইতালি যেতে পারছেন না তারা।


বিবার্তা/এসএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com