‌দৌলতপুরে র‌্যাবের পৃথক অভিযানে পলাতক আসামিসহ গ্রেফতার-৩
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৭
‌দৌলতপুরে র‌্যাবের পৃথক অভিযানে পলাতক আসামিসহ গ্রেফতার-৩
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‌কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাবের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও জেলা পলাতক আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় ৮৮ বোতল ফেনসিডিলও উদ্ধার হয়েছে। এছাড়া মাদক পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


৭ এপ্রিল, শনিবার সকালে উপজেলার হোসেনাবাদ ও বাহিরমাদী গ্রামে অভিযান পৃথক চালিয়ে জেলা পলাতক আসামি ও মাদকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।


র‌্যাব সূত্র জানায়, মোটরসাইকেলে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. এনামুল হকের নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল শনিবার সকাল ৫:৫০ টায় দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়।


এসময় অভিযানে ৮৮ বোতল ফেনসিডিল যার মূল্য আনুমানিক ২ লক্ষ ৬৪ হাজার টাকা এবং মাদক পাচারকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী মো. শিমুল হোসেন (২৭) ও মো. দুর্জয় আহম্মেদ (১৯)কে গ্রেফতার করা হয়।


তারা একই উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পুরাতন আমদহ সুপারী বাগানপাড়া গ্রামের মাহাবুল হক ও হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় নতুনপাড়া গ্রামের সামছুল হকের ছেলে। পরে মাদক আইনে মামলা দিয়ে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।


অপরদিকে শনিবার সকাল ৭.৩০টায় দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামে র‌্যাবের আরেকটি অভিযানে জেল পলাতক আসামি আব্দুর রাজ্জাক (৪৭)কে গ্রেফতার করা হয়েছে।


সে গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালিয়েছিল। গ্রেফতার হওয়া জেল পলাতক আসামি আব্দুর রাজ্জাক একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে।


উল্লেখ্য, গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-১০।


বিবার্তা/শরীফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com