মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যদুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনার উত্তর বরুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ও শ্রীমঙ্গলের পেশাজীবি চিকিৎসক সমাজের ব্যবস্থাপনায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়৷ এসময় নয়নশ্রী ও হাজীপুর গ্রামের পাঁচশতাধিক বন্যাদুর্গত মানুষদের চিকিৎসাসেবা প্রদান করা হয়৷
প্রাক্তন সিভিল সার্জন ও মেডিকেল ক্যাম্পের আয়োজক ডাক্তার সত্যকাম চক্রবর্তী জানান,বন্যাপীড়িত মানুষদের চিকিৎসাসেবার প্রয়োজনীয়তা অনুধাবন করে আমরা বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি৷ এরই ধারাবাহিকতায় আমরা আজ বরুনায় একটি মেডিকেল ক্যাম্প করেছি৷ এই মেডিকেল ক্যাম্পে জেনারেল ফিজিশিয়ান,সার্জারী বিশেষজ্ঞ,শিশু বিশেষজ্ঞ,নারী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ,ডায়াবেটিস বিশেষজ্ঞ,দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা ছিলেন৷ আমরা রোগীদের প্রয়োজনীয় সকল ধরনের ঔষধ সামগ্রীও ফ্রি তে এই মেডিকেল ক্যাম্প থেকে বিতরণ করেছি৷
শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার মো আবু তালেব জানান,বন্যদুর্গত মানুষের চিকিৎসাসেবার প্রয়োজনীয়তা অনুধাবন করে আমাদের ডাকে সাড়া দিয়ে শ্রীমঙ্গলের পেশাজীবি চিকিৎসক সমাজ আজ বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ঔষধ দিতে এসেছিলেন৷ আশা করছি আজকের এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বন্যাদুর্গত মানুষদের কিছুটা উপকারে আসবে৷
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডাক্তার সত্যকাম চক্রবর্তী,ডাক্তার অশোক ঘোষ,ডাক্তার পুষ্পিতা খাস্তগীর,ডাক্তার প্রিয়তোষ রায়,ডাক্তার আকাশ রায়,সিনিয়র স্টাফ নার্স নিশি রঞ্জন চক্রবর্তী, অবসরপ্রাপ্ত স্যাকমো নারায়ণ চন্দ্র সাহা৷ উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইন্সপেক্টর ইনচার্জ মাহবুবুর রহমান ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সনজিৎ রায়।কমিউনিটি ক্লিনিকের দুইজন সিএইচসিপি ঔষধ বিতরণ কার্যে করেন। ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এবং স্বেচ্ছাসেবকরা৷
বিবার্তা/রিয়ন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]