
সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে নিহতদের স্মরণে সুনামগঞ্জের ধর্মপাশায় "শহীদি মার্চ "কর্মসূচি পালন করা হয়েছে।
৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।
জনতা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে মহি উদ্দিন আরিফের সঞ্চালনায় বক্তব্য দেন আরিফ হোসেন,সুমন বাপ্পী, তানভীর আহমেদ,আসিফ আহমেদ প্রমুখ।
পরে শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিবার্তা/শহীদুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]