নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি আবু আক্কাস, সম্পাদক তানভীর জাহান
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৯
নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি আবু আক্কাস, সম্পাদক তানভীর জাহান
নেত্রকোনা জেলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ ও সাধারণ কবি তানভীর জাহান চৌধুরী।


৪ সেপ্টেম্বর, বুধবার দুপুরে নেত্রকোণা সাধারণ গ্রন্থাগার কক্ষে অধ্যাপক ননী গোপাল সরকারের সভাপতিত্বে ও সূফী কবি এনামূল হক পলাশের সঞ্চালনায় নেত্রকোণা সাহিত্য সমাজের সভা অনুষ্ঠিত হয়।


এতে উপস্থিতি সকলের সম্মতিতে বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদকে সভাপতি, ভালবাসার কবি তানভীর জাহান চৌধুরীকে সাধারণ সম্পাদক ও কনক পণ্ডিতকে সাংগঠনিক সম্পাদক করে কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে সকলের সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা গেছে।


এ সভায় উপস্থিত ছিলেন কবি অধ্যাপক আনোয়ার হাসান, কবি তৌফিকা আজাদ, কবি সাইফুন নাহার শিউলী, কবি কল্পনা ঘোষ, কবি ও লেখক সুমিত্র সুজন কবি অধ্যাপক খন্দকার অলিউল্লাহ, কবি মোখলেসুর রহমান, সাংবাদিক কবি দেলোয়ার হোসেন মাসুদ, কবি নাজমা আলী, আবৃত্তি শিল্পী মৌপ্রিয়া, কবি পারভেজ কামাল প্রমুখ।


এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, লেখক সাহিত্যানুরাগী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


বিবার্তা/জনি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com