
গোপালগঞ্জের মধুমতি নদীতে ইঞ্জিন চালিত খেয়া (ট্রলার) ও বালু বোঝাই বাল্বহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবিতে শফিকুর রহমান লালন নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
৩ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার জয়নগর খেয়াঘাটের মধুমতি নদীতে এই দুর্ঘটনা ঘটে।
খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মো. সাইদুল ইসলাম জানান, ২৫ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলার সদর উপজেলার জয়নগর খেয়াঘাট থেকে নড়াইল জেলার নড়াগাতি থানার জয়নগর গ্রামে পারাপার হচ্ছিল। এসময় ট্রলারটি মাঝ নদীতে পৌঁছালে প্রচণ্ড স্রোত থাকায় অপরদিক থেকে আসা বালু বোঝাই একটি বাল্বহেডের সঙ্গে ধাক্কা লাগলে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
এসময় ট্রলারের চালকসহ ২৪ যাত্রী সাঁতরে ও এলাকাবাসীর সহায়তায় পাড়ে উঠতে সক্ষম হলেও শফিকুর রহমান লালন নিখোঁজ হন।
পরে খবর পেয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। তবে মধুমতি নদীতে প্রচন্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। এ রির্পোট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা না পযর্ন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজ শফিকুর নড়াইল জেলার নড়াগাতি থানার রামপুরা গ্রামের শহর আলী মোল্যার ছেলে। সে গোপালগঞ্জে হিন্দু কল্যাণ ট্রাস্টে চাকুরি করেন।
বিবার্তা/শান্ত/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]