গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০১
গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতীয় কর্মকর্তাদের ছাঁটাই, দৈনিক হাজিরার শ্রমিকদের মাসিক বেতনে উন্নতি করাসহ ৯ দফা দাবিতে নয়নপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এছাড়া বেতন ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে আজও গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।


৪ সেপ্টেম্বর, বুধবার সকালে কারখানায় কাজে যোগ না দিয়ে ফটকের সামনে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের সৃষ্টি হয়েছে তারপর যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও জনসাধারণকে। পুলিশ বলছে, শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা এবং বুঝিয়ে মহাসড়ক থেকে ছড়িয়ে নেয়ার চেষ্টা চলছে।


অপর দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ট্রান্সকম বেভারেজ কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ২০ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো মূল ফটকের সামনে বিক্ষোভ করে।


খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানান।


গাজীপুর শিল্প পুলিশের কালিয়াকৈর জোনের ওসি নিতাই চন্দ্র সরকার জানান, ট্রান্সকম বেভারেজ লিমিটেডের শ্রমিকরা ২০ দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে কারখানাটির মূল ফটকের সামনে আন্দোলন করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে শ্রমিকদের সমস্যাটি সমাধান করার আহ্বান জানিয়েছি।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com