
রাজবাড়ী জেলার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (এসপি) মোছা. শামিমা পারভীন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, মোছা. শামিমা পারভীন এর বাড়ি দিনাজপুর জেলার কোতোয়ালি থানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে এমএসসি পাস করে ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (হাইতি) নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি র্যাব-১২, র্যাব-৫, রংপুর মেট্রোপলিটন পুলিশ ও রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২০২০ সালের ২৩ জুন থেকে এখন অব্দি দায়িত্ব পালন করেছেন।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]