
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৬নং খারনই ইউনিয়নের বৌবাজার হতে খারনই গ্রামে চলাচলের জন্য প্রায় ১ কিলোমিটার এবং কচুগড়া গ্রামে চলাচলের জন্য প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তা বিজিবি, ছাত্র সমাজ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে সংস্কার করা হয়।
ভারী বর্ষণের ফলে এই রাস্তা দুইটির অনেক জায়গায় কর্দমাক্ত ও ক্ষতিগ্রস্ত হওয়ায় ২৭ আগস্ট, মঙ্গলবার নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর খারনই ও কচুগড়া বিওপি’র বিজিবি সদস্য এবং স্থানীয় ছাত্র সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বৌবাজার হতে খারনই এবং কচুগড়া গ্রামের রাস্তা মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়েছে।
উপজেলার স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধি জানায়, নেত্রকোণা ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, সনাতন ধর্মাবলম্বী ও গারো হাজংদের নিরাপত্তা বিধানসহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে। বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসা সেবাসহ জরুরি ত্রাণ ও কল্যাণমূলক কাজে আর্থিক সাহায্য দিয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় বর্ণিত রাস্তা দুইটি মেরামতের ফলে খারনই ও কচুগড়া এলাকার জনসাধারণের চলাচলে দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে এবং এতে করে কৃষিপণ্য পরিবহন ও জরুরি সেবা প্রদান সহজতর হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]