
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও দশভুজা বাড়ি মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
২৬ আগস্ট, সোমবার নানা আয়োজনে এ জন্মাষ্টমী পালিত হয়।
এদিন সকালে কৃষ্ণ পূজা ও গীতা পাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহণে শ্রী শ্রী দশভুজা মন্দির প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা এর সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল এর সঞ্চালনায় শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি ইমাম হাসান আবুচান, পৌর বিএনপির সদস্য সচিব হারেজ গনি, উপজেলা বিএনপি‘র যুগ্ম-আহবায়ক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু,পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্ক, সদস্য সচিব সম্রাট গনি, অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সদস্য বিদ্যুৎ সরকার, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি রনজিত সেন, বিএনপি নেতা ফজলুর রহমান রুনু, মো. সাদেক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, পূজা উদ্যাপন পরিষদ নেতা এডভোকেট সুরঞ্জন দাস, গোবিন্দ দেবনাথ, সুবল দে, বাপ্পি সাহা, অসীম সাহা, মিন্টু সাহা, প্রদীপ দাস, লিংকন চন্দ, টুকন সরকার, হরি চন্দন, বজেন্দ্র সরকার. বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, মো. রিয়াদ হাসান প্রমুখ।
বিবার্তা/পলাশ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]