
জামালপুরের সরিষাবাড়ীতে সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পরভীনের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ এনে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২৫ আগস্ট, রবিবার সকাল ১১টা থেকে পৌরসভার রেজিস্ট্রি অফিস সংলগ্ন আরামনগর-তালুকদার বাড়ী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারণের দাবি জানায়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোস্তাফিজুর রহমান, শিক্ষার্থী লামিয়া আক্তার, জান্নাত, লেন্সি, জান্নাতুল প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নানা অনিয়ম করে আসছে। স্কুলে আমাদের কোন অভিভাবক কিছু বলতে আসলে তাদের সাথে খারাপ ব্যবহার করে। তাই তার অপসারণ না হলে বিদ্যালয়ের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হবে।
এ বিষয়ে সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন বলেন, বাহিরের কিছু লোক ও শিক্ষার্থীরা আমার কক্ষে এসে আমাকে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে। আমি সাদা কাগজে স্বাক্ষর দিতে রাজি না হওয়ায় তারা আমার উপর ক্ষিপ্ত হয়। পরে পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার ছাত্রীদেরকে ক্লাস থেকে বের করে নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করানো হয়।
বিবার্তা/মনির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]