ভালুকায় ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা বিগ্ন, দুর্ভোগ চরমে
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১৬:৪৪
ভালুকায় ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা বিগ্ন, দুর্ভোগ চরমে
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৯নং কাচিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমানের অনুপস্থিতিতে ইউনিয়নের সাধারণ জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে, এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


২৬ আগস্ট, রবিবার দুপুরে কাচিনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের জনগণের সেবা কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসক নিয়োগের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


কাচিনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি নেতা মো. সেলিম তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা মো. ইমরুল তালুকদার, বিএনপি নেতা সাইফুল ইসলাম, যুবদল নেতা একাব্বর হোসেন মন্ডল, স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফুল ইসলাম, যুবদল নেতা ইঞ্জিনিয়ার সোহেল রানা, কৃষকদল নেতা ফারুক হোসেন, শ্রমিকদল নেতা রমজান আলী, ছাত্রদল নেতা শাহিন মন্ডল, মাহফুজুর রহমান, রনি মন্ডল, নাহিদ হাসান, রোমান খান, আশরাফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হাসমত আলী, ইউপি সদস্য ইয়াসিন তালুকদার, ইউপি সদস্য শাহিদা সুলতানা, ইউপি সচিব মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন পরিষদের সহকারী হিসাব রক্ষক জহিরুল ইসলাম, ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদল প্রমুখ।


বিবার্তা/সাজ্জাদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com