
সাভারের আশুলিয়ায় ১৫টি ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টায় রাত আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মোট ১৫টি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকায় সাবেক এমপি সাইফুল ইসলামের ঝুটের গোডাউনসহ ১৫টি গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কৃষ্ণ বৈরী বলেন, রাত ১০টা ৫০ মিনিটে আশুলিয়ার এনায়েতপুর এলাকায় ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে ১১টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। এরপরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এ সময় ঝুটের গোডাউনে আগুনের খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ৩ ইউনিট, ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২ ইউনিট ও ধামরাই ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]