মঠবাড়িয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু, গ্রেফতার ২
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ১৪:৩৮
মঠবাড়িয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু, গ্রেফতার ২
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের মঠবাড়িয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলাম রাব্বি (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।


শুক্রবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।


রাব্বি উপজেলার গুলিশাখালী গ্রামের মৃত চান তালুকদারের ছেলে।


থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের পোল্ট্রি খাবার বিক্রেতা ফেরদৌস রহমান বাবু বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী ও গুলিশাখালী ইউপির সাবেক সদস্য ইউসুফ হাওলাদার কাছে দোকানের বাকী পাওনা টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চাচাতো ভাই ফিড হাওলাদারের ছেলে মনির চাচা ইউসুফের পক্ষ নিয়ে দোকান মালিক বাবুকে অশ্লীল কথা বলে। এতে বাবু মনিকে কিল-থাপ্পড় দেয়। ক্ষুব্ধ হয়ে ইউসুফ ও তার ভাতিজা মনির লোকজন নিয়ে রাত ৮টার দিকে গুলিশাখালী স্ট্যান্ডে হামলা চালালে ব্যবসায়ী বাবুর অনার্স পড়ুয়া ছেলে বায়জিদ আহম্মেদ জয় (২২) ও ভাতিজা কোরআনের হাফেজ রফিকুল ইসলাম রাব্বি (২০) গুরুতর আহত হয়।


আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটলে ওই রাতে আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে আহত রাব্বির অবস্থা সংকটজনক হলে গভীর রাতে ঢাকা গ্রিন লাইফ হাসপাতালে প্রেরণ করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে সে মারা যায়।


ওসি রেজাউল করিম রাজিব বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী ফেরদৌস রহমান বাবু বাদী হয়ে সাবেক ইউপি সদস্য ইউসুফকে প্রধান আসামি করে ১৬ জন এজাহার নামীয় ও অজ্ঞাত নামা পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।


রাব্বি মারা যাওয়ায় ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে এ হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাব্বি (২৪) ও সবুজ (২৮) নামে দুজনকে গ্রেফতার করেছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com