নরসিংদীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ১৮:১৬
নরসিংদীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


মামলায় সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নরসিংদী সদরের সাবেক সাংসদ লে. কর্ণেল (অব.) নজরুল ইসলাম হিরো, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, ডিবি প্রধান হারুণ অর-রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীসহ ৮১জনকে আসামি করা হয়।


২২ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাদুয়ারচর এলাকার মৃত আবু সিদ্দীক মিয়ার ছেলে আলমাছ মিয়া অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হত্যা-বিস্ফোরণসহ কয়েকটি অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতের বিচারক নাহিদ মিয়াজী।


এই মামলায় নরসিংদী জেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি রয়েছেন।


উল্লেখ্য, গত ১৯ জুলাই বিকেল ৩টায় নরসিংদী সদর উপজেলার ভেলানগরস্থ জেলখানা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ক্ষুদ্র ব্যবসায়ী আজিজুল মিয়া গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে গত ২২ জুলাই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় তার পিতা আলমাছ মিয়া বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।


বিবার্তা/কামরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com