
শেখ হাসিনার ফাঁসি এবং বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
২২ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দল নেত্রকোণা জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেছে।
দুপুর সাড়ে ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, সহ-সভাপতি নূরে আলম ফারাস নুরু, মো. মুশফিকুর রহমান কনক, শহিদ খান, আমানুর রহমান আমান, সি. যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এহসানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির রনি, ফরিদ আহমেদ, আব্দুল হক জুয়েল, এহতেশামুল হক পুলক, সহ-সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, দপ্তর সম্পাদক এডভোকেট মাইনুল হাসান মোহন, কৃষি বিষয়ক সম্পাদক মো. শাহ্ কামাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তপন খান, সদস্য সচিব মাছুম বিল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল হক জুয়েল, সি. যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান আদনান, মেহেদী হাসান মমিন, ও আহমেদ তন্ময় প্রমুখ।
বিবার্তা/জনি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]