
পিরোজপুরের ইন্দুরকানীতে দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য, নারীলোভী, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগে টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও কার্যালয়ে তালা ঝুলিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
২২ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার সামনে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে ওই মাদ্রাসার শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহিল মাহমুদ, আরবি প্রভাষক মো. ছাইফুল ইসলাম, মাহাবুব বিল্লাহ, মাওলানা হারুন অর রশীদ
ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবকরা।
তারা জানান, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে অধ্যক্ষ তখনকার এমপি এ কে এম আউয়ালকে মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি করে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম করেছে। বর্তমানে ওই মাদ্রাসার সভাপতি করেছে তারই (এমপির) স্ত্রী লায়লা ইরাদকে। অধ্যক্ষ ক্ষমতার অপব্যবহার করে মাদ্রাসার প্রভাষক মাহবুব বিল্লাহর বেতন ভাতা করতে অগ্রিম চেক নিয়ে এক বছরের বেতন তুলে নেন। এছাড়া সহকারী অধ্যাপক আবদুল্লাহিল মাহমুদের রাজনৈতিক ধুয়া দিয়ে সাময়িক বরখাস্ত থাকার সময়ের সম্পূর্ণ বেতন অগ্রিম চেক নিয়ে তুলে নেয়। তিনি মাদ্রাসার জমি, গাছ বিক্রি, জমি নগদ লাগিয়ে টাকা মাদ্রাসায় জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এছাড়া তিনি মাদ্রাসার কর্মচারী নিয়োগেও টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।
তবে এ বিষয় মাদ্রাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি বলেন মাদ্রাসার গভর্নিংবডির সভাপতির দায়িত্বে সব করেছেন। আমি কোন
অনিয়মের সাথে জড়িত নই।
এর আগে এ ব্যাপারে অধ্যক্ষের দুর্নীতির বিষয় থানায় একটি লিখিত অভিযোগও করেছে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যরা।
বিবার্তা/শামীম/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]