
দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট, বুধবার দুপুরে শহরের রানীগঞ্জ বাজারে জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
জামালপুর জেলা প্রেসক্লাব আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে সুইড জামালপুরের সাধারণ সম্পাদক অজয় কুমার পাল, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতার ও এসএ টিভির ফজলে এলাহী মাকাম, দৈনিক ইত্তেফাকের শাহ জামাল, নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, মোহনা টিভির ওসমান হারুনী, এখন টিভির জুয়েল রানা, মাই টিভির শামীম আলম, এনটিভির আসমাউল আসিফ, বাংলা টিভির নূর মো: ফজলুল করিম কাওসার, দৈনিক বাংলার খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, আনন্দ টিভির বাহাউদ্দিন খান, ঢাকা পোস্টের মুত্তাসিম বিল্লাহ, দৈনিক জনবানীর কাওসার সৌরভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, গত ১৯ আগস্ট দুপুরে হঠাৎ শতাধিক মানুষ মিছিল নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় অফিসের টেবিল, কম্পিউটার, এসি ভাঙচুরের পাশাপাশি মিডিয়া প্রাঙ্গণে রাখা ২০ থেকে ২৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
মিডিয়া হাউজসহ দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বিবার্তা/ওসমান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]