চুয়াডাঙ্গায় ৫৯ স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিল
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ১৫:০৮
চুয়াডাঙ্গায় ৫৯ স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিল
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ৫৯ স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিল করেছে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ।


গত ১৫ আগস্ট সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, বিশেষ কারণে আউটসোর্সিংয়ে নিয়োগকৃত জনবল বাতিল করা হলো।


নিয়োগ বাতিল হওয়া ৫৯ স্বাস্থ্যকির্মী চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। নিয়োগ বাতিলের খবরে দুশ্চিন্তায় পড়েছেন তারা।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মরত শরিফুল ইসলাম নামে এক স্বাস্থ্যকর্মী বলেন, টানা ৬ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছি। হঠাৎ জানতে পারি আমাদের নিয়োগ বাতিল করেছে সিভিল সার্জন। জানতে পেরেছি নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বাতিল করা হয়েছে। ঠিক কোন কারণে আমাদের নিয়োগ কেন বাতিল করা হলো আমরা জানতে চাই। না হলে আমরা কঠোর আন্দোলন করব।


চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের কর্মরত পরিচ্ছন্নকর্মী ইকবাল হোসেন বলেন, মাত্র ৪ মাস হলো নিয়োগ পেয়েছি। আজ হঠাৎ করেই শুনি নিয়োগ বাতিল হয়ে গেছে। কী কারণে বাতিল হয়েছে এটা জানি না। আগামীকাল রবিবার অফিস খুললে আমরা সবাই সিভিল সার্জনের কাছে নিয়োগ বাতিলের কারণ জানতে চাইব।


একই কার্যালয়ের স্বাস্থ্যকর্মী লতিফা বলেন, নিয়োগ বাতিলের কথা শুনে দুশ্চিন্তায় পড়েছি। এখন কী করব আমরা ভেবে পাচ্ছি না। বিষয়টি যেন দ্রুত সমাধানের দাবি জানাচ্ছি।


গ্যালেন্স সিকিউরিটি সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল হিল বাপ্পী বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ তিন উপজেলায় মোট ৫৯ জন স্বাস্থ্যকর্মী কর্মরত আছেন। গত ৩০ জুন নিয়োগের মেয়াদোত্তীর্ণ হয়েছে। কিন্তু এখনো মেয়াদ বাড়ানোর অনুমোদন হয়নি।


তিনি আরও বলেন, এসব নিয়োগ জেলার সিভিল সার্জনের হাতে। তিনি ইচ্ছা করলেই নিয়োগ বাতিল করতে পারেন। তবে নিয়োগ বাতিল সংক্রান্ত কোনো চিঠি এখনো পাইনি আমি।


এ প্রসঙ্গে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. মো. সাজ্জাৎ হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তার বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।


বিবার্তা/আসিম/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com