
সহিংসতা রোধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের কাউখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট, শুক্রবার বিকালে উত্তর বাজার দলীয় কার্যালয় সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দ
ক্ষীণ বাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবিরের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সাহ ইমরান ফারুক, শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলে সদস্য সচিব শারিফুল আজম সোহেল, স্বেচ্ছাসেবক দলের সচিব রাকিব তালুকদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন প্রমুখ।
সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রবিন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]