
পিরোজপুরের ইন্দুরকানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শফিকুল ইসলাম মাসুদ নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম করা হয়েছে।
১৪ আগস্ট, বুধবার সন্ধ্যায় উপজেলার ঘোষেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, হামলাকারী মো. ইসাজ শিকদার ইন্দুরকানী সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উত্তর ভবানীপুর গ্রামের কবির শিকদারের ছেলে। আহাত মাসুদ একই গ্রামের শহিদ সিকদারের ছেলে। এর প্রতিবাদে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ইন্দুরকানী প্রেসক্লাব প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করেছেন।
এ সময় তারা বলেন, আহাত মাসুদের সাথে কারো কোন ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না। শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করায় ছাত্রলীগ নেতা ইসাজ তাকে জখম করে।
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল্লাহ্ ফরহাদ (ঢাবি), রাকিব, সুলতান মাহামুদ সাজিদ, হাফিজসহ অনেক ছাত্র-ছাত্রী ও আহাত পরিবারের পক্ষ থেকে মাসুদের পিতা উপস্থিত ছিলেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আব্দুল্লাহ্ ফরহাদ বলেন, তারা হামলাকারী ইসাজকে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনকে ১২ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এ সময়ের মধ্যে গ্রেফতার না হলে ইন্দুরকানী থানা ঘেরাওসহ পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।
শফিকুল ইসলাম একজন সংবাদকর্মী ছিলেন। ইন্দুরকানী হাসপাতালের মেডিকেল ইনচার্জ এসএম হায়দার আলী জানান, রোগীর পিঠে হয়তোবা খুর দিয়ে টান দিয়েছে। এতে অনেক স্থান জুড়ে চিরে গেছে এবং ৪০ টা সেলাই দিতে হয়েছে। বর্তমানে রোগীর অবস্থা কিছুটা ভালো।
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, হামলাকারীকে ধরার জন্য অভিযান চলমান রয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।
বিবার্তা/শামীম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]