বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
১৫ আগস্ট, বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়া-৪ আসনের সাবেক এমপি ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশরাফ হোসেনের নেতৃত্বে স্থানীয় বাসষ্ট্যান্ড থেকে একটি বিক্ষোভে মিছিল বের হয়।
মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানের এসে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব মোশরাফ হোসেন। এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রউফ রুবেল,যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, নন্দীগ্রাম এমএইচ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।
বিবার্তা/মনিরুজ্জামান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]