পিরোজপুরের কাউখালীতে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ফোরকান গভীর রাতে পালিয়ে যাওয়ার সময় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা যায়, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের আইরন ঝাপর্সি গ্রামের মৃত ফজলুল হক এর ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মো. ফোরকান হোসেন শান্ত (৩৭) বুধবার ( ১৪ আগস্ট) দিবাগত রাত তিনটার সময় উপজেলা সদরের জয়কুল গ্রামের পার্শ্ববর্তী রাজাপুরের নৈকাঠী নামক স্থানে থেকে গভীর রাতে পালানোর সময় পাহারারত স্থানীয় জনসাধারণ তাকে ধাওয়া করে আটক করে এসময় তাকে গণধোলাই দেয়। তার সাথে থাকা অপর এক সহযোগী পালিয়ে যায়। ফোরকানের কাছে ৬টি মোবাইল ফোন পাওয়া যায়।
পরে স্থানীয় জনতা কাউখালী থানা পুলিশকে খবর দিয়ে ছয়টি মোবাইল ফোনসহ পুলিশর হাতে সোপর্দ করে।
চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী ফোরকানের নামে গাজীপুর সদর থানায় ৫০০ পিস ইয়াবাসহ মাদক মামলা নং-২৫, টঙ্গী পূর্ব থানায় ২৫ কেজি গাঁজা মাদক মামলা নং-৫৩, টঙ্গী পূর্ব থানায় মানি লন্ডারিং মামলা, টঙ্গী পশ্চিম থানায় মাদক মামলা নং- ২৯/২২০, কাউখালী থানায় মামলা নং- ৫/১৩৮ সহ তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ফোরকানকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে কিন্তু তার নামে এখন পর্যন্ত কোন অভিযোগ ও মামলা কেউ দাখিল করে নাই।
বিবার্তা/রবিন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]