যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের ইছামতি নদীর ধার থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবেএখনও নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
১৩ আগস্ট, মঙ্গলবার দুপুরে মরদেহটি পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। পরে বিজিবি খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে দুইদিন আগে দুষ্কৃতিকারীরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ নদীর পাড়ে ফেলে রেখে যায়। মরদেহের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, দুই দিন আগে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ইছামতি নদীর তীরে রেখে যায়। নিহত ব্যক্তি স্থানীয় নয়। তার গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
বিবার্তা/ইয়ানূর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]